রাজশাহী শাহমখদুম থানা পুলিশের অভিযানে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, গ্রেপ্তার তিন


স্টাফ রিপোর্টার : , আপডেট করা হয়েছে : 09-09-2025

রাজশাহী শাহমখদুম থানা পুলিশের অভিযানে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, গ্রেপ্তার তিন

রাজশাহী মহানগরীর শাহমখদুম থানাধীন হামিদপুর নওদাপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী সুমাইয়া আক্তার সুমি (১৫) কে অপহরণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।


ভুক্তভোগী ছাত্রীর পিতা সোহেল রানা জানান, অভিযুক্ত ১নং শাহরিয়ার ইবনে রাজ (১৭), ২নং মোঃ আইয়ুব আলী (২২) ও ৩নং মোঃ রুবেল মিয়া (২৯) বিভিন্ন প্রলোভন দেখিয়ে ও ফুসলিয়ে তার মেয়েকে স্কুলের সামনে থেকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় গত রবিবার (৭ সেপ্টেম্বর) তিনি শাহমখদুম থানায় জিডি করেন।


পরে ভুক্তভোগী ছাত্রী নিজেই কৌশলে মায়ের সাথে যোগাযোগ করলে বিষয়টি পুলিশকে জানানো হয়। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে শাহমখদুম থানা পুলিশের ওসির নেতৃত্বে অভিযান পরিচালনা করেন এসআই(নিঃ) মোঃ আব্দুল্লাহেল বাকী। বনপাড়া তদন্ত কেন্দ্র পুলিশের সহায়তায় নাটোরের বনপাড়া বাইপাস এলাকা থেকে অভিযান চালিয়ে অপহৃত ছাত্রীকে উদ্ধার ও তিন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। এই বিষয়ে শাহমখদুম থানায় মামলা রুজু হয়েছে। শাহমখদুম থানার মামলা নং—০৯, তারিখ—০৯/০৯/২০২৫ ইং, ধারাঃ ৭/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন—২০০০ (সংশোধিত—২০২০)


এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার