জয়পুরহাটে ট্রেনের বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ


, আপডেট করা হয়েছে : 08-09-2025

জয়পুরহাটে ট্রেনের বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়েছে। রবিবার রাত সাড়ে ৩টার দিকে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ভদ্রকালী চকরঘুনাথ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 


উপজেলার হলহলিয়া রেল ব্রিজের পূর্ব পাশে রেললাইন ভাঙা থাকায় ট্রেনটি লাইনচ্যুত হয়ে প্রায় এক কিলোমিটার দূরে গিয়ে লাইন থেকে পড়ে যায় ট্রেন। আকস্মিক লাইনচ্যুত হওয়ায় ট্রেনের যাত্রীরা আতঙ্কে চিৎকার শুরু করেন।


মুহূর্তেই এলাকাজুড়ে ছুটে আসে আশপাশের মানুষ। সৌভাগ্যক্রমে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। তবে ভোর রাত থেকেই উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। এতে দুর্ভোগে পড়েন হাজারো যাত্রী 

খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে ছুটে যায়।


পার্বতীপুর থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে এসে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে বলে জানিয়েছেন রেলওয়ের কর্মকর্তারা। তারা জানান, লাইনচ্যুত বগি অপসারণ না করা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে।

যাত্রীরা অভিযোগ করেছেন, লাইন সংস্কারে গাফিলতি ও অবহেলার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। এসময় ট্রেন থামাতে দেরি হলে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারত বলেও জানান তারা।


স্থানীয় বাসিন্দা সোহাগ হোসেন বলেন, ‘রাত সাড়ে ৩টার দিকে রেললাইনে হঠাৎ বিকট শব্দ শুনে এসে দেখি ট্রেন লাইনচ্যুত হয়েছে।’ 


অনন্তপুর এলাকার বাসিন্দা মইনুল ইসলাম বলেন, ‘হললিয়া ব্রিজের পূর্ব পাশে লাইন ভাঙা থাকায় সম্ভবত ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। ব্রিজের ওপরে একদম পাটাতনের ধার ঘেঁষে ট্রেনে চাকা গিয়েছে। এতে বড় দুর্ঘটনা ঘটতে পারত।’ 


আক্কেলপুর স্টেশন মাস্টার হাসিবুল হাসান বলেন, ‘রাত ৩টা ১২ মিনিটে সান্তাহার স্টেশন থেকে ছেড়ে এসে আক্কেলপুরের ভদ্রকালী চকরঘুনাত এলাকায় কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত হয়।


পার্বতীপুর থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে।’

সান্তাহার রেল স্টেশন মাস্টার খাতিজা খাতুন বলেন, ‘আমরা ঘটনাস্থলে এসেছি। পার্বতীপুর থেকে ইতিমধ্যে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসেছে। উদ্ধার কার্যক্রম চলছে। দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক হবে।’


সান্তাহার রেলওয়ে ট্রাফিক ইন্সপেক্টর হাবিবুর রহমান হাবিব বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ২৯৯ নম্বর পিলারের কাছে এসে লাইনচ্যুত হয়। আমরা রেল যোগাযোগ স্বাভাবিক করতে দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা করছি।’



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার