এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে কারো মৃত্যু হয়েছে। সুতারং চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ১১৮ জনেই আছে।
এদিকে গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৪৭০ জন। এ নিয়ে চলতি বছরে ২৯ হাজার ৫১৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছে।
সোমবার (২৫ আগস্ট) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এসব আক্রান্তের রেকর্ড করা হয়। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১১৫ জনের। যাদের মধ্যে ৬১ দশমিক ৯ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ১ শতাংশ নারী।
চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ২৯ হাজার ৫১৪ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ২৭ হাজার ৯৮০ জন। গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছে ৩৬৩ রোগী।