রাজশাহীর পুঠিয়ায় জামায়াতের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত


, আপডেট করা হয়েছে : 20-08-2025

রাজশাহীর পুঠিয়ায় জামায়াতের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫নং শিলমাড়িয়া ইউনিয়নের উদ্যোগে আজ বুধবার (২০ আগস্ট) বিকাল ৫টায় পচামাড়িয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটন।


বক্তব্যে তিনি বলেন, “রাজনৈতিক দলগুলোর মধ্যে মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু দেশের স্বার্থে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। অন্যথায় আবারো ফ্যাসিবাদ ফিরে আসতে পারে।” তিনি আশা প্রকাশ করেন যে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের জনগণ ইসলামের পক্ষে অবস্থান নেবে এবং দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করবে।


সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আহমদ উল্লাহ, পুঠিয়া উপজেলা আমীর মাওলানা মনজুর রহমান, উপজেলা সেক্রেটারি এএইচএম মুনছুরুল হক এবং ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মোঃ আনিসুর রহমান।


এছাড়া উপস্থিত ছিলেন তাহেরপুর পৌরসভার আমীর অধ্যাপক শহীদুজ্জামান মীর, উপজেলা নায়েবে আমীর মাওলানা ইউসুফ আলী মির্জা, জিউপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রুহুল আমিন সরকার, উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি আমিনুল ইসলাম ডালিমসহ স্থানীয় নেতৃবৃন্দ।


সমাবেশে শহীদ আলী রায়হান ভাইয়ের পিতা আলহাজ্ব মোসলেম উদ্দিনও উপস্থিত ছিলেন। ইউনিয়ন সেক্রেটারি বাবলু রহমানের সঞ্চালনা ও ইউনিয়ন সভাপতি (ভারপ্রাপ্ত) তাহের হুদা রঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে ইউনিয়নের ছাত্র, যুবক ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার