ইউক্রেনকে আরো ১০০০ সেনার মরদেহ পাঠাল রাশিয়া


, আপডেট করা হয়েছে : 20-08-2025

ইউক্রেনকে আরো ১০০০ সেনার মরদেহ পাঠাল রাশিয়া

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই কিয়েভকে ১ হাজার ইউক্রেনীয় সেনার মরদেহ হস্তান্তর করেছে রাশিয়া। এর বিপরীতে রাশিয়া ইউক্রেন থেকে ১৯ জন রুশ সেনার মরদেহ পেয়েছে বলে তাস সংবাদমাধ্যমকে এক সূত্র জানিয়েছে।


সূত্রের ভাষ্যমতে, ‘মোট ১,০০০ মরদেহ ইউক্রেনকে হস্তান্তর করা হয়েছে। রাশিয়া ১৯টি মরদেহ গ্রহণ করেছে।


গত ১৯ জুন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেছিলেন, পূর্বে হস্তান্তর করা ৬,০০০ মরদেহ ছাড়াও রাশিয়া ইউক্রেনকে আরো ৩,০০০ মৃত সেনার মরদেহ হস্তান্তর করতে প্রস্তুত।


এদিকে ওয়াশিংটনে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে কূটনৈতিক পর্যায়ে ভলোদিমির জেলেনস্কির সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় নেতাদের আলোচনা চালিয়ে যাওয়ার মধ্যেই ইউক্রেন আর রাশিয়া তাদের হামলা চালিয়ে যাচ্ছে।


ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়া ইউক্রেনের শিল্পাঞ্চল ক্রেমেনচুকে ‘তেল ও যাতায়াত অবকাঠামো’ লক্ষ্য করে হামলা চালিয়েছে। ক্রমেনচুকে ইউক্রেনের বৃহত্তম তেল শোধনাগার রয়েছে এবং সেটিতে রাশিয়া নিয়মিতভাবে হামলা চালিয়ে আসছে।


এর মধ্যে ইউক্রেনের সিকিউরিটি সার্ভিস রাশিয়া নিয়ন্ত্রিত লুহানস্ক অঞ্চলে দুটি অস্ত্রের ডিপোতে হামলা করেছে বলে জানিয়েছে।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার