লুটপাটের ক্ষত মুছতে সাদা পাথরে পানি স্প্রে


, আপডেট করা হয়েছে : 18-08-2025

লুটপাটের ক্ষত মুছতে সাদা পাথরে পানি স্প্রে

প্রশাসনের নীরবতা ও নজরদারির অভাবে পাথর লুটপাটে ক্ষতবিক্ষত হয়েছে সিলেটের অন্যতম পর্যটনকেন্দ্র ভোলাগঞ্জ সাদা পাথর। শনিবার দুপুরে লুটের সেই ক্ষত মুছতে সাদাপাথরে পানি স্প্রে করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা। এ নিয়ে আলোচনা সমালোচনার ঝড় বইছে।


ফেসবুকে নেটিজেনরা মন্তব্য করেছেন, পাহাড়ি ঢলের পানিতে এমনিতেই গর্ত ভরাট হয়ে যেত। কিন্তু তা না করে কৃত্রিমভাবে শ্রমিক দিয়ে গর্ত ভরাট ও ফায়ার সার্ভিস দিয়ে পানি স্প্রে করার অযৌক্তিক ও দায়সারা কর্মকাণ্ডের জন্ম দেওয়া হয়েছে।


কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু সালেহ মোহাম্মদ জাকারিয়া বলেন, প্রশাসনের নির্দেশে গর্ত ভরাটকারী শ্রমিকের গরম বালু থেকে প্রশান্তি ও বালু নিচের পাথর ভাসানোর জন্য পানি স্প্রে করা হয়েছে।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার