সিপিএলে প্রথম জয় পেল সাকিবের দল


, আপডেট করা হয়েছে : 17-08-2025

সিপিএলে প্রথম জয় পেল সাকিবের দল

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) নিজেদের প্রথম জয় পেয়েছে সাকিব আল হাসানের দল অ্যান্টিগা এন্ড বারমুডা ফ্যালকনস। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে তারা বার্বাডোজ রয়্যালসকে ৬ উইকেটে হারিয়েছে।


এই ম্যাচে অবশ্য সাকিব আল হাসান ব্যাট বা বল হাতে তেমন জ্বলে উঠতে পারেননি। এক ওভার বল করে ১৪ রান খরচ করলেও কোনো উইকেট পাননি। আর ব্যাট হাতে ১৩ বল থেকে করেছেন ১৩ রান। এর আগের ম্যাচে সেন্ট কিটস অ্যান্ড প্যাট্রিয়টসের বিপক্ষেও তিনি ব্যাট হাতে ১৬ বলে ১১ এবং বল হাতে এক ওভারে ৬ রান দিয়েছিলেন।


রোববার (১৭ আগস্ট) সকালে প্রথমে ব্যাট করে বার্বাডোজ রয়্যালস নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫১ রান করে। তাদের পক্ষে ওপেনার কুইন্টন ডি কক ৪৫ বলে ৫৭ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। এছাড়া অধিনায়ক রোভম্যান পাওয়েল ২৪ বলে ৫১ রানের ঝোড়ো ইনিংস খেলেন, যেখানে তিনি ৩টি চার ও ৫টি ছক্কা হাঁকান।


জবাবে, অ্যান্টিগা এন্ড বারমুডা ফ্যালকনস ২ বল এবং ৬ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায়। অ্যান্টিগার হয়ে ম্যাচ জেতানো ইনিংস খেলেন কারিমা গোরে, যিনি ৫৩ বলে ৬৪ রান করেন (৩টি চার ও ২টি ছক্কা)। ওপেনার জুয়েল অ্যান্ড্রু করেন ২৫ বলে ২৮ রান এবং পাকিস্তানের ইমাদ ওয়াসিম ১২ বলে ১৬ রান করেন।


এই ম্যাচে দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক-ব্যাটসম্যান কুইন্টন ডি কক একটি বিশেষ রেকর্ড গড়েন। উইকেটরক্ষক হিসেবে তিনি ভারতীয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির ৩১৭ ডিসমিসালের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়লেন ৩১৮ ডিসমিসাল নিয়ে।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার