মারা গেলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক সিম্পসন


, আপডেট করা হয়েছে : 16-08-2025

মারা গেলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক সিম্পসন

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ক্রিকেটার বব সিম্পসন শনিবার ৮৯ বছর বয়সে মারা গেছেন। ৬২টি টেস্ট খেলে তিনি অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে এক অনন্য ছাপ রেখে গেছেন।


১৯৫৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট অভিষেক করা সিম্পসন ৪,৮৬৯ রান করেন। যার মধ্যে রয়েছে ১০টি সেঞ্চুরি ও ২৭টি হাফ-সেঞ্চুরি।


অলরাউন্ডার হিসেবে অভিষেক হলেও ষাটের দশকে তিনি দলের নির্ভরযোগ্য ওপেনিং ব্যাটসম্যান হিসেবে খ্যাতি অর্জন করেন। ১৯৬৪ সালে তিনি এক মৌসুমে ১,৩৮১ রান করেছিলেন, যা তখনকার রেকর্ড। ইংল্যান্ডের বিপক্ষে ম্যানচেস্টারে খেলেছিলেন ৩১১ রানের সর্বোচ্চ ইনিংস।

ব্যাটিং ছাড়াও তিনি ছিলেন একজন দক্ষ লেগস্পিনার, টেস্টে ৭১ উইকেট নিয়েছেন এবং স্লিপে ছিলেন অত্যন্ত নিখুঁত ফিল্ডার।


 

ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান মাইক বেয়ার্ড শোক প্রকাশ করে বলেন, ‘বব সিম্পসন ছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটের এক মহান ব্যক্তি। তাঁর খেলা দেখার সৌভাগ্য যারা পেয়েছেন বা তার জ্ঞান থেকে উপকৃত হয়েছেন, তাদের জন্য এটি এক শোকের দিন।’



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার