রাজশাহীতে দিনের আলোয় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, ‘২৪ ঘণ্টায় উধাও’ করার হুমকি!


স্টাফ রিপোর্টার : , আপডেট করা হয়েছে : 14-08-2025

রাজশাহীতে দিনের আলোয় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, ‘২৪ ঘণ্টায় উধাও’ করার হুমকি!

রাজশাহী শহরের ব্যস্ত সোনাদিঘীর মোড়ে দিনের আলোয় ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। দোকান দখল নিয়ে কথা কাটাকাটির খবর সংগ্রহ করতে গিয়ে প্রকাশ্যে হামলার শিকার হলেন দৈনিক উপচার ও সংবাদ ২৪ ঘন্টা–এর স্টাফ রিপোর্টার তন্ময় দেবনাথ। শুধু মারধরই নয়, হাতে থাকা লোহার সাবল দিয়ে আঘাতের চেষ্টা এবং প্রাণনাশের হুমকি দিয়েছেন অভিযুক্ত বাবলা সাহা।


বুধবার (১৩ আগস্ট ২০২৫) দুপুর আড়াইটা নাগাদ এ ঘটনা ঘটে। ভুক্তভোগী তন্ময় দেবনাথ জানান, সাহেববাজারের উদ্দেশ্যে রওনা হয়ে সোনাদিঘীর মোড়ে পৌঁছে দেখেন দোকান দখল নিয়ে কয়েকজনের তর্ক চলছে। পেশাগত দায়িত্ব পালনের জন্য ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত বাবলা সাহাকে ঘটনার বিষয়ে জানতে চাইলে প্রথমে পরিচয় চান তিনি।


নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দেওয়ার পরপরই বাবলা সাহা ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন এবং অতর্কিতভাবে কিল-ঘুষি ও লাথি মারেন। এরপর হাতে থাকা লোহার সাবল দিয়ে আঘাত করার জন্য ধেয়ে আসেন। প্রাণ বাঁচাতে দৌড়ে সরে যান তন্ময় দেবনাথ।


অভিযুক্ত যাওয়ার সময় হুমকি দিয়ে বলেন— “২৪ ঘণ্টার মধ্যে তোকে রাজশাহী থেকে উধাও করে দিব, সামনে পেলে গুলি করে মেরে ফেলব।”


ঘটনার প্রত্যক্ষদর্শী মো. ওমর আলী ও মো. শাহীনসহ স্থানীয়রা আহত সাংবাদিককে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেন। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন।


বুধবার রাত ১০ ঘটিকায় থানায় লিখিত এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক তন্ময় দেবনাথ।  


এই বিষয়ে বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাক আহমদ জানিয়েছে, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার