নৌবাহিনীপ্রধানের সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ


, আপডেট করা হয়েছে : 11-08-2025

নৌবাহিনীপ্রধানের সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত হিজ ইউসুফ রামাদান। আজ সোমবার (১১ আগস্ট) নৌবাহিনী সদর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে বলে নৌবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে জানানো হয়েছে।


ফেসবুক পোস্টে বলা হয়েছে, বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ঢাকায় নৌবাহিনী সদর দপ্তরে ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রামাদানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।


বাংলাদেশ নৌবাহিনীর প্রধান এই দুঃসময়ে ফিলিস্তিনের জনগণের প্রতি আন্তরিক সংহতি প্রকাশ করেন এবং বন্ধুত্ব, শান্তি ও পারস্পরিক সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার