শেখ হাসিনার বিচারকাজ সরাসরি সম্প্রচার হবে


, আপডেট করা হয়েছে : 03-08-2025

শেখ হাসিনার বিচারকাজ সরাসরি সম্প্রচার হবে

মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ প্রথম সাক্ষ্যগ্রহণ করা হবে। রবিবার (৩ আগস্ট) তার বিরুদ্ধে সব অপরাধের অভিযোগ সংবলিত সূচনা বক্তব্য তুলে ধরবেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।


ট্রাইব্যুনালের প্রসিকিউটর এম এইচ তামিম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালতের অনুমতি পেলে বিচারকাজ সরাসরি সম্প্রচার করা হবে বিটিভিসহ বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে।


জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ রবিবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে মামলার সূচনা বক্তব্য উপস্থাপন এবং সাক্ষ্যগ্রহণ শুরু হবে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে এ শুনানি অনুষ্ঠিত হবে।


জুলাই আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলা এটি। এ মামলায় শেখ হাসিনা ছাড়াও আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।


এরমধ্যে চৌধুরী মামুনকে রাজসাক্ষী হিসেবে গ্রহণ করেছে আদালত। মোট ৮১ জন সাক্ষী থাকলেও গুরুত্বপূর্ণ ২৫ থেকে ৩০ জনকে হাজির করা হবে ট্রাইব্যুনালে।

এছাড়া, মামলায় প্রধান নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে মারণাস্ত্র ব্যবহার করে হত্যার নির্দেশ, উসকানি ও প্ররোচনা, আবু সাঈদ হত্যা, চাঁনখারপুলে ৬ জনকে হত্যা ও আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মোট ৫টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার