নওগাঁয় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১


, আপডেট করা হয়েছে : 26-07-2025

নওগাঁয় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

নওগাঁর মান্দা উপজেলায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুর্ঘটনা কবলিত ট্রাক হেলপারের মৃত্যু হয়েছে। অন্তত আরও একজনের আহতের খবর পাওয়া গেছে।


শনিবার (২৬ জুলাই) সকাল ৮ টার দিকে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের চৌদ্দমাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে । তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতের নাম-পরিচয় জানা যায়নি।


প্রত্যক্ষদর্শীরা জানান, নওগাঁ-রাজশাহী মহাসড়কে সাবাইহাটের দক্ষিণাংশে দুটি ট্রাক বিপরীত দিক থেকে আসছিল। এই সময় নওগাঁ-রাজশাহী মহাসড়কের চৌদ্দমাইল মোড়ে পৌঁছালে মুখোমুখি এই সংঘর্ষ ঘটে। এ সময় সড়কে উল্টে পড়ে একটি ট্রাক, অন্যটি সড়কের পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ওই সড়কে যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ এসে সড়ক থেকে ট্রাক সরানোর কাজ শুরু করে। 


মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাক দুটি সরানোর কার্যক্রম চলমান রয়েছে।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার