যান্ত্রিক ত্রুটি কারণে ১৯ মিনিটের মাথায় ২৮৭ যাত্রী নিয়ে চট্টগ্রামে ফিরে এলো বিমান


, আপডেট করা হয়েছে : 24-07-2025

যান্ত্রিক ত্রুটি কারণে ১৯ মিনিটের মাথায় ২৮৭ যাত্রী নিয়ে চট্টগ্রামে ফিরে এলো বিমান

বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-১৪৮-এ যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। বিমানটি ঢাকার উদ্দেশ্যে ছাড়ার কিছুক্ষণ পরই যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় সেটি আবারও নেমে পড়ে চট্টগ্রাম বিমান বন্দরে।


বৃহস্পতিবার (২৪ জুলাই) দুবাই থেকে ফ্লাইটটি এসেছে বলে জানিয়েছে চট্টগ্রাম বিমান বন্দর কর্তৃপক্ষ।


বিমান বন্দর কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার সকাল ৭টা ১৫ মিনিটে ২৮৭ জন যাত্রী নিয়ে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। চট্টগ্রামে অবতরণের পর ২৮৭ জন যাত্রী নিয়ে ৮টা ৩৭ মিনিটে ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম বিমানবন্দর ছেড়ে যায়। এরপর হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি পুনরায় ফিরে এসে ৮টা ৫৮ মিনিটে চট্টগ্রাম বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।


বিমানবন্দর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি ফিরে এসে ৮টা ৫৮ মিনিটে আবার চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করেছে। বিমানটি বর্তমানে বিমানবন্দরের বে নম্বর ৮-এ অবস্থান করছে।


শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল সকাল ১০টা ৫০ মিনিটে ইত্তেফাককে বলেন, বিমানের সব যাত্রীকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর অন্য একটি ফ্লাইট BG-122 তে অনবোর্ড সম্পন্ন করা হয়েছে। কিছুক্ষণের মধ্যে (অদ্য  সকাল ১০টা ৫০ মিনিটে) ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। 



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার