মাইলেস্টোন ট্র্যাজেডিতে নিহতদের শিরোপা উৎসর্গ বাংলাদেশের


, আপডেট করা হয়েছে : 22-07-2025

মাইলেস্টোন ট্র্যাজেডিতে নিহতদের শিরোপা উৎসর্গ বাংলাদেশের

অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। অলিখিত ফাইনালে সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে ৪-০ গোলে হারিয়ে শিরোপা নিজেদের করে নেয় স্বাগতিকরা। চ্যাম্পিয়ন হলেও সেভাবে উল্লাস করেনি বাংলাদেশ দল। 


মাঠে ও ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ছিল শোকের আবহ। সংবাদ সম্মেলনে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত নিয়ে কথা বলেন বাংলাদেশ দলের কোচ পিটার বাটলার। তিনি বলেন, 'আসলে এই মুহূর্ত উৎসবের জন্য নয়। অল্প কিছুক্ষণ আগেই অনেকে মারা গেছেন। এটা আসলেই মর্মান্তিক। তাদের সকলের প্রতি আমাদের শোক ও শ্রদ্ধা।'


 


উত্তরা ট্র্যাজেডিতে শিরোপা উৎসর্গ করার জন্য নেপালের বিপক্ষে জয়ের বাড়তি তাগিদ অনুভব করেছিলেন বলে জানিয়েছেন অধিনায়ক আফঈদা খন্দকার। তিনি বলেন, 'আমরা মাঠে নামার আগে উত্তরার বিমান দুর্ঘটনার খবরটা শুনি। আমরা চিন্তা করি যে আজকে আমরা তাদের জন্য খেলবো। যারা নিহত হয়েছেন, জয়টা তাদের উৎসর্গ করবো, আমরা পেরেছি।'


সোমবার (২১ জুলাই) ঢাকার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এই ঘটনায় এখন পর্যন্ত ২৭ জন মারা গেছেন।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার