নিহত পাইলট তৌকিরের জানাজা আজ,এবং তার দাফন সম্পন্ন করা হবে রাজশাহীতে সপুরা গোরস্তানে


, আপডেট করা হয়েছে : 22-07-2025

নিহত পাইলট তৌকিরের জানাজা আজ,এবং তার দাফন সম্পন্ন করা হবে রাজশাহীতে সপুরা গোরস্তানে

রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত পাইলট তৌকির ইসলাম সাগরের প্রথম জানাজা মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। এরপর তার মরদেহ রাজশাহীতে নেওয়া হবে।


সেখানে এ দিন বিকেলে দ্বিতীয় জানাজা শেষে রাজশাহী নগরীর সপুরা গোরস্থানে তাকে দাফন করা হবে। তার নানা আজিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।


প্রসঙ্গত, সোমবার দুপুরে বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান  উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাথমিক শাখার ভবনে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার