উদ্ধারকাজে অংশ নিয়ে ১৪ সেনা সদস্য আহত, সিএমএইচে ভর্তি


, আপডেট করা হয়েছে : 21-07-2025

উদ্ধারকাজে অংশ নিয়ে ১৪ সেনা সদস্য আহত, সিএমএইচে ভর্তি

রাজধানীর মাইলস্টোন কলেজের মূল ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করছে বাংলাদেশ সেনাবাহিনী। নিহত ও আহত ব্যক্তিদের পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে।


আজ সোমবার বিকেলে বাংলাদেশ সেনাবাহিনী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শোক জানায়।


সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানীর উত্তরার দিয়াবাড়ী এলাকায় অবস্থিত মাইলস্টোন কলেজের মূল ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় আহতদের মধ্যে কয়েকজনকে তাৎক্ষণিকভাবে হেলিকপ্টার ও অ্যাম্বুল্যান্সের মাধ্যমে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়।


সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে মোট ৯ জন আহত ব্যক্তি সিএমএইচ, ঢাকায় চিকিৎসাধীন রয়েছে এবং ১৪ জনকে (পাইলটসহ) মৃত অবস্থায় আনা হয়েছে। 

আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সিএমএইচসহ সংশ্লিষ্ট সব সংস্থা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে।


এদিকে উদ্ধারকাজে অংশ নিয়ে ১৪ সেনা সদস্য আহত হয়েছেন। তাদের ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।


আহত সেনা সদস্যদের সঙ্গে একজন পুলিশ ও একজন ফায়ার সার্ভিস সদস্য।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার