ঠোঁট ফুলে বেহাল দশা উরফি জাভেদের


, আপডেট করা হয়েছে : 21-07-2025

ঠোঁট ফুলে বেহাল দশা উরফি জাভেদের

ভারতের আলোচিত সমালোচিত মডেল উরফি জাভেদ। একের পর এক উদ্ভট পোশাকে রীতিমতো সবাইকে চমকে দেওয়াই তার নেশা। ।ভক্তদের চমকে দেয়ায় পারদর্শী এ বিতর্কিত মডেল।


তবে এ বার উরফিকে দেখে উদ্বিগ্ন ভক্তরা! ঠোট ফুলে একাকার হয়ে গেছে তার।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, ‍কিছুদিন আগে চোখ, মুখ ফুলে একাকার হয়েছিল উরফির। জানা যায়, অ্যালার্জির কারণেই নাকি এমন অবস্থা হয়েছিল উরফির।  তবে, এবার ইনস্টাগ্রামে যে ভিডিওটি শেয়ার করেছেন উরফি, সেখানে তাঁকে চেনাই দায়! ঠোঁট ফুলে চেহারাই পুরো বদলে গিয়েছে তাঁর।


একঝলকে দেখে যে কেউ ভয় পেয়ে যাবে।



 

একটি সাক্ষাৎকারে উরফি জানিয়েছেন, অনেক বছর আগে তিনি ঠোঁটে ফিলার্স ব্যবহার করেছিলেন। সেই সময় বোটক্স করিয়েছিলেন বলেও জানা যায়। যদিও এসব বিষয়ে খোলামেলা কথা বলতে কখনও পিছপা হননি তিনি।


যে কারণে ভক্তেরাও উরফির প্রশংসা করেছেন মন খুলে। এ বার ঠোঁটের সেই ফিলার্স খুলে ফেলতেই চিকিৎসকের দ্বারস্থ উরফি।

ডাক্তারের ক্লিনিক থেকে সেই ফিলার্স সরিয়ে ফেলার প্রক্রিয়ার একটি ভিডিও শেয়ার করেছেন উরফি। ঠোঁটে আগের রূপ আবারও ফিরিয়ে আনতে চাইছেন তিনি। ভিডিওতে দেখা যাচ্ছে, অভিনেত্রীর ঠোঁটে একের পর এক সূচ ফোটানো হচ্ছে।



 

সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করে উরফি জানিয়েছেন, ‘আমি ফিলার্স করাচ্ছি না। বরং, আমি আগে করা ফিলার্সটা সরিয়ে ফেলছি। কারণ, সব নষ্ট হয়ে গিয়েছিল। তাই এমন সিদ্ধান্ত নিয়েছি। আমি তিন সপ্তাহ পর আবারও ফিলার্স করাবো। তবে মুখে আর সূচ ফুটিয়ে নয়। বরং চিকিৎসকের পরামর্শেই সবটা করব। তবে এই পদ্ধতি খুবই কষ্টদায়ক। তাই চিকিৎসকের পরামর্শ নিয়েই সিদ্ধান্ত নেব।’



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার