রাজশাহীতে জুলাই শহীদদের স্মরণে বৃক্ষরোপণ


, আপডেট করা হয়েছে : 20-07-2025

রাজশাহীতে জুলাই শহীদদের স্মরণে বৃক্ষরোপণ

জুলাই গণঅভ্যুত্থানে প্রাণ হারানো রাজশাহীর চার শহীদকে স্মরণ করে রোপণ করা হয়েছে চারটি জয়তুন বৃক্ষের চারা। শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে মহানগরীর সিঅ্যান্ডবি মোড়ে বৃক্ষরোপণ করা হয়। 


‘এক শহিদ, এক বৃক্ষ’- এই প্রতীকী কর্মসূচি বাস্তবায়ন করে জেলা প্রশাসন ও সামাজিক বনবিভাগ। 


এই কর্মসূচিতে স্মরণ করা হয় জুলাই আন্দোলনে রাজশাহীর শহীদ সাকিব আনজুম, শহীদ ফিরোজ আহমেদ, শহীদ মিনারুল ইসলাম ও শহীদ রায়হান আলীকে। তাদের স্মৃতিকে জীবন্ত রাখতেই এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।


বৃক্ষরোপণকালে প্রতিটি গাছের পাশে শহীদদের নামে একটি করে স্মৃতিফলক স্থাপন করা হয়। সেখানে শহীদের পরিচয়ের পাশাপাশি জুলাই অভ্যুত্থানে তার ভূমিকা উল্লেখ করা হয়েছে। 


দর্শনার্থীরা যেন শহীদদের বিষয়ে আরও বিস্তারিত জানতে পারেন, সে উদ্দেশ্যে প্রতিটি ফলকে যুক্ত করা হয়েছে কিউআর কোড, যা স্ক্যান করলেই শহীদদের জীবন ও অবদানের ওপর ভিত্তি করে সংরক্ষিত তথ্য পাওয়া যাবে। বৃক্ষরোপণ শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়।


এ সময় চার শহীদের স্বজন ছাড়া উপস্থিত ছিলেন পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান, স্থানীয় সরকার বিভাগের পরিচালক পারভেজ রায়হান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, জেলা প্রশাসক আফিয়া আখতার, জেলার পুলিশ সুপার ফারজানা ইসলামসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার