সিনেমার টানে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরছেন ববি


, আপডেট করা হয়েছে : 18-07-2025

সিনেমার টানে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরছেন ববি

ঢাকাই সিনেমার নায়িকা ইয়ামিন হক ববি। দীর্ঘদিন তিনি অবস্থান করছেন অস্ট্রেলিয়ায়। সেখানে তার পরিবারের অন্য সদস্যরাও রয়েছেন। তাদের সঙ্গেই রয়েছেন এ অভিনেত্রী। ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন দর্শনীয় স্থানে। সুন্দর মুহূর্তগুলো ভক্ত-অনুরাগীদের মধ্যে ভাগ করে নিতে সামাজিক মাধ্যমে প্রকাশ করছেন বিভিন্ন ছবি ও ভিডিও।



তবে একটি প্রশ্ন ভক্তদের মনে উঁকি দিচ্ছে, ববি কি তাহলে সেখানেই স্থায়ী হওয়ার পরিকল্পনা করছেন? এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, ‘পরিবার চায় আমি এখানে স্থায়ী হই। কিন্তু দেশ আমার সব সময় ভালো লাগে। আমার কখনো ইচ্ছা হয়নি দেশ ছেড়ে কোথাও স্থায়ী হই। এখন পর্যন্ত এমন কোনো চিন্তা মাথায় আসেনি।’


এদিকে গত বছরের ঈদে মুক্তি পায় ববি অভিনীত সিনেমা ‘ময়ুরাক্ষী’। এরপর তার নতুন কোনো সিনেমা মুক্তি পায়নি। বলেছেন, ‘দেশে ফিরেই সিনেমার কাজে ব্যস্ত হব। এখান থেকেই বেশ কয়েকটি বিজ্ঞাপনে কাজের প্রস্তাবও পেয়েছি।’



এদিকে ববি শেষ করেছেন কে এ নিলয় পরিচালিত ‘বউ’ ও অনিক বিশ্বাসের ‘শিরোনাম’ নামে দুটি সিনেমার কাজ। এ ছাড়া তার হাতে রয়েছে ‘দিওয়ানা’ ও ‘তছনছ’ নামে আরও দুটি সিনেমা।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার