একসঙ্গে ইসির ৫১ কর্মকর্তা বদলি


, আপডেট করা হয়েছে : 15-07-2025

একসঙ্গে ইসির ৫১ কর্মকর্তা বদলি

শুরু হয়েছে জাতীয় নির্বাচনের প্রস্তুতি। দিনক্ষণ নির্ধারণ না হলেও প্রধান নির্বাচন কমিশন ইতিমধ্যে ঘোষণা দিয়েছে, নির্বাচনের প্রস্তুতি ফুল গিয়ারে চলছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।


নির্বাচনের প্রস্তুতি হিসেবে মাঠ প্রশাসন ঢেলে সাজাতে শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।


এরই ধারাবাহিকতায় এবার একযোগে ৫১ জন কর্মকর্তাকে বদলি করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

আজ মঙ্গলবার (১৫ জুলাই) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।


প্রজ্ঞাপনে জানানো হয়, ‘পল্লবী থানা নির্বাচন কর্মকর্তা মোসাম্মৎ রাজিয়া সুলতানা, ডেমরা থানা নির্বাচন কর্মকর্তা মো. আহসান হাবীব এবং কুমিল্লার মুরাদনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাহিদ হোসেনকে বদলি করা হলেও তাদের অংশটুকু সংশোধন করে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বদলীকৃত কর্মকর্তারা আগামী ২২ জুলাই তারিখের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হবেন।


অন্যথায় আগামী ২৩ জুলাই তাৎক্ষণিক অবমুক্ত মর্মে গণ্য হবেন’।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার