গাজায় মধ্যরাত থেকে ইসরায়েলি হামলায় নিহত ১৮


, আপডেট করা হয়েছে : 05-07-2025

গাজায় মধ্যরাত থেকে ইসরায়েলি হামলায় নিহত ১৮

গাজায় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার প্রস্তাবের মাঝেই এসব হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। খবর আল জাজিরার।


এসব হত্যাকাণ্ডের মধ্যে আল-মাওয়াসিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য স্থাপিত তাঁবুতে হামলায় অন্তত সাতজন নিহত হয়েছে।


গাজার চিকিৎসা সূত্রের বরাতে ফিলিস্তিনি ইনফরমেশন সেন্টার এবং কুদস নিউজ নেটওয়ার্ক জানাচ্ছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাত্র পাঁচ ঘণ্টার ব্যবধানে ইসরায়েলি হামলায় গাজা উপত্যকাজুড়ে অন্তত ১৮ জন নিহত হয়েছেন।


এদিকে গাজায় ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ‘নির্বিচারে’ গুলি করে হত্যা করছে ইসরায়েল। গত ২৭ মে থেকে ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারিয়েছে ৬১৩ ত্রাণপ্রত্যাশী। এছাড়া স্থানীয় সময় গতকাল শুক্রবার সকাল থেকে ইসরায়েলি হামলায় ৪১ ফিলিস্তিনি নিহত হয়েছে।


 

গাজায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত বিতর্কিত ত্রাণ বিতরণ কেন্দ্র গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) সাবেক এক নিরাপত্তা ঠিকাদার বলেছেন, তিনি কয়েকবার তার সহকর্মীদের মেশিনগানসহ অন্যান্য আগ্নেয়াস্ত্র দিয়ে ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ওপর গুলি চালাতে দেখেছেন, যারা কোনো হুমকি ছিল না।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার