পাকিস্তান প্রসঙ্গে কারিনার যে মন্তব্য নতুন করে আলোচনায়


, আপডেট করা হয়েছে : 05-07-2025

পাকিস্তান প্রসঙ্গে কারিনার যে মন্তব্য নতুন করে আলোচনায়

ভারত-পাকিস্তানের রাজনৈতিক টানাপড়েন নতুন কিছু নয়। কিন্তু সময় বদলের সঙ্গে পাল্টেছে সাংস্কৃতিক সম্পর্কের দৃশ্যপটও। পেহেলগামের জঙ্গি হামলার পর থেকে দুই দেশের মধ্যে চলমান সাংস্কৃতিক বিনিময় কার্যত বন্ধ হয়ে গেছে। ভারত সরকারের কড়া অবস্থানের কারণে পাকিস্তানি শিল্পীদের ভারতে আসা-যাওয়া নিষিদ্ধ, এমনকি সামাজিক মাধ্যমেও তাদের কার্যকলাপ আর সহজে চোখে পড়ে না ভারতের দর্শকদের।


তবে কয়েক বছর আগেও পরিস্থিতি ছিল একেবারে ভিন্ন। বলিউডে তখন পাকিস্তানি অভিনেতা-অভিনেত্রীদের নিয়মিত উপস্থিতি ছিল। অন্যদিকে শাহরুখ খান, মাধুরী দীক্ষিত বা কারিনা কাপুরের মতো তারকারা পাকিস্তানে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। সে দেশের সাধারণ মানুষদের কাছে হিন্দি সিনেমা ছিল এক আবেগের জায়গা।


 

এ প্রসঙ্গেই মাঝেমধ্যে উঠে আসে বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানের নাম। কারণ, তিনি নিজেই একাধিকবার প্রকাশ্যে বলেছেন, তাকে পাকিস্তানি বলে চালিয়ে দেওয়া যেতেই পারে! এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেছিলেন। সে সময় অনেকে বিষয়টিকে নিছক হাস্যরস হিসেবে নিলেও, এটি নতুন আলোচনার জন্ম দেয়।


সাক্ষাৎকারে কারিনা বলেছিলেন, ‘আমি ক্যারিয়ারের শুরুতেই পাকিস্তানি মেয়ের চরিত্রে অভিনয় করেছি।


তাই হয়তো আমাকে পাকিস্তানি বলে দিব্যি চালিয়ে দেওয়া যায়।’ 

কারিনার সঙ্গে প্রতিবেশী রাষ্ট্রের যোগসূত্র কেবল মন্তব্যেই সীমাবদ্ধ নয়। তার বলিউড ক্যারিয়ারের প্রথম সিনেমা ‘রিফিউজি’-তেই তিনি অভিনয় করেন একজন পাকিস্তানি তরুণীর চরিত্রে। পরবর্তী সময়ে ‘কুরবান’ সিনেমায়ও তাকে দেখা গেছে একই ধরনের ভূমিকায়। তবে বাস্তব জীবনেও এই সংযোগের ছাপ রয়েছে।


এক অনুষ্ঠানে কারিনা বলেছিলেন, তার স্বামী সাইফ আলি খানের কিছু আত্মীয়-পরিজন এখনো পাকিস্তানে বসবাস করেন। তারা প্রায়ই ফোন করে পাকিস্তানে নিমন্ত্রণ জানান। সেই সময় অভিনেত্রী বলেছিলেন, ‘সময়-সুযোগ হলে আমি অবশ্যই পাকিস্তানে যেতে চাই।’ বিশেষত, পাকিস্তানের শিশুদের শিক্ষা বিষয়ে আগ্রহ থেকে তিনি একসময় সেখানে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন।


 

সাম্প্রতিক এক আলোচিত ঘটনা নিয়েও কম বিতর্ক হয়নি। কয়েক মাস আগে দুবাইয়ে গিয়েছিলেন কারিনা কাপুর খান। সেখানে পাকিস্তানি পোশাক ডিজাইনার ফারাজ মানানের সঙ্গে তার দেখা হয়। অতীতেও এই ডিজাইনারের সঙ্গে একাধিকবার কাজ করেছেন তিনি। ওই সময় ফারাজের ফ্যাশন ব্র্যান্ডের একটি অনুষ্ঠানে অংশ নেন কারিনা। পরে সামাজিক মাধ্যমে ফারাজ যে ছবি পোস্ট করেন, তা ঘিরেই বিতর্ক দানা বাঁধে। কারণ, তখনই ঘটে পেহেলগাম হামলা। ফলে অনেক ভারতীয় নেটিজেন প্রশ্ন তোলেন, এমন স্পর্শকাতর সময়ে একজন ভারতীয় তারকার পাকিস্তানি শিল্পীর সঙ্গে ঘনিষ্ঠতা কি ঠিক? যদিও পরে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার