রাজশাহীতে অপহরণের শিকার স্কুলছাত্রী উদ্ধার, মূলহোতা বিশাল গ্রেপ্তার


, আপডেট করা হয়েছে : 02-07-2025

রাজশাহীতে অপহরণের শিকার স্কুলছাত্রী উদ্ধার, মূলহোতা বিশাল গ্রেপ্তার

রাজশাহীর কাটাখালী এলাকা থেকে অপহরণের শিকার ১৩ বছরের এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে র‌্যাব-৫। এ ঘটনায় অপহরণ মামলার মূলহোতা মো. বিশাল (২৪) কে গ্রেপ্তার করা হয়েছে।


বুধবার (২ জুলাই) র‌্যাব-৫ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। র‌্যাব জানায়, মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানার কাঠালবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে স্কুলছাত্রীকে উদ্ধার এবং অভিযুক্ত বিশালকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার মো. বিশাল ওই এলাকার মৃত আলমের ছেলে। অপহৃত কিশোরী অষ্টম শ্রেণিতে পড়ুয়া একজন ছাত্রী। পারিবারিক আত্মীয়তার সুবাদে অভিযুক্ত যুবক তাদের বাড়িতে নিয়মিত যাতায়াত করত এবং বিভিন্ন সময়ে কিশোরীকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করত।


র‌্যাব জানায়, গত ২৪ জুন সকাল ৯টার দিকে স্কুলে যাওয়ার পথে বিদ্যালয়ের সামনে থেকে বিশাল ও তার সহযোগীরা কিশোরীকে অপহরণ করে নিয়ে যায়। পরে পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করা হলে অপহরণকারীরা মেয়েটিকে ফেরত না দেওয়ার হুমকি দেয়।


ঘটনার পর ২৬ জুন কাটাখালী থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত কর্মকর্তার অনুরোধে র‌্যাব-৫-এর একটি চৌকস দল অভিযান চালিয়ে অপহৃতাকে উদ্ধার এবং মূলহোতা বিশালকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।


গ্রেপ্তারকৃত ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‌্যাব।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার