সৌদি আরবে ঈদুল আজহা কবে জানা যাবে আজ


, আপডেট করা হয়েছে : 27-05-2025

সৌদি আরবে ঈদুল আজহা কবে জানা যাবে আজ

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা কবে অনুষ্ঠিত হবে তা আজ জানা যাবে। আজ মঙ্গলবার সন্ধ্যায় সৌদি আরবের মুসলিম বাসিন্দাদের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। খবর আরব নিউজের। 


খবরে বলা হয়েছে, আজ মঙ্গলবার (২৭ মে) জিলহজ মাসের চাঁদ দেখা যায় তাহলে আগামী ৬ জুন (শুক্রবার) পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে।


আর পবিত্র আরাফার দিন হবে ৫ জুন।

আর আজ চাঁদ দেখা না গেলে আগামীকাল বুধবার (২৮ মে) জিলকদ মাসের শেষ দিন হবে এবং পরদিন বৃহস্পতিবার (২৯ মে) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। এবং পবিত্র ঈদুল আজহা ৭ জুন (শনিবার) অনুষ্ঠিত হবে। 


এর আগে গত রবিবার সৌদি আরবের সর্বোচ্চ আদালত জানিয়েছেন, ‘কেউ খালি চোখে অথবা দূরবীনের মাধ্যমে চাঁদ দেখলে নিকটস্থ কোর্টে অবহিত করুন।


’ সরাসরি কোর্টের সঙ্গে যোগাযোগ করতে না পারলে স্থানীয় কর্তৃপক্ষকে চাঁদ দেখার তথ্য জানানোর অনুরোধ করা হয়।

মূলত পবিত্র ঈদুল আজহা মুসলিম বিশ্বের অন্যতম প্রধান একটি উৎসব। মুসলমানরা নামাজ আদায়, পশু কোরবানি এবং দান-খয়রাতের মাধ্যমে দিনটি পালন করে থাকেন। এটি হজের সঙ্গে সম্পর্কিত এবং মুসলিম উম্মাহর আত্মত্যাগ, ধৈর্য ও আল্লাহর প্রতি আনুগত্যের প্রতীক।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার