বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ছুরিকাঘাতে আহত


, আপডেট করা হয়েছে : 26-05-2025

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ছুরিকাঘাতে আহত

ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর শাখার সদস্য সচিব আল নূর মোহাম্মদ আয়েস (২০) দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয়েছেন।


আজ সোমবার (২৬ মে) বেলা ১১টার দিকে ময়মনসিংহ নগরীর পাটগুদাম সেতু এলাকায় এ ঘটনা ঘটে।



 

জানা যায়, পাটগুদাম বাস স্ট্যান্ড এলাকায় ঘটনাটি ঘটে। এ সময় তিনি নেত্রকোনার শ্যামগঞ্জ থেকে এসে সেখানে দাঁড়িয়েছিলেন।


এ সময় ৪/৫ জন যুবক তাকে ঘিরে ধরে গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে ওই যুবকরা তাকে মারধর শুরু করে এবং ছুরি দিয়ে আঘাত করে। এতে তার পায়ে ছুরির আঘাত লাগে। এ ছাড়া শরীরের অন্যান্য স্থানেও আঘাত করা হয়।

এরপর হামলাকারীরা ওই স্থান থেকে পালিয়ে যায়। এ সময় আয়েস তার পরিচিতজনদের কল করেন। পরে তার পরিচিতরা এবং স্থানীয়রা তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে উপস্থিত সাংবাদিকদের আয়েস জানান, যারা হামলা করেছে তিনি তাদের চিনেন না।


হামলার সময় তারা তাকে বলেছে, তোকে শেষ করে ফেলব। এ ঘটনার পর তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।


 

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শহীদুর রহমান জানান, আয়েসের পায়ে ছুরির আঘাত আছে। দেহের অন্যান্য স্থানেও আঘাতের চিহ্ন আছে। তারা চিকিৎসা শুরু করেছেন।


এ ছাড়া সিটি স্ক্যানসহ অন্যান্য পরীক্ষা-নিরীক্ষারও উদ্যোগ নিচ্ছেন। আয়েসের অবস্থা খুব গুরুতর নয়। তারা আশা করছেন সঠিক চিকিৎসা শেষে তিনি দ্রুতই সুস্থ হয়ে উঠবে।

ময়মনসিংহ কোতোয়ালী থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম জানান, তারা এ বিষয়ে খোঁজ-খবর নিচ্ছেন। কারা এ ঘটনার সঙ্গে জড়িত এ ব্যাপারে তারা তদন্ত শুরু করেছেন।


 

এ ঘটনার নিন্দা জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার সদস্য সচিব আলী গোসেন অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার