বলিউডের আকাশ থেকে আরেকটি তারার পতন। অভিনেতা মুকুল দেব আর নেই। শুক্রবার (২৩ মে) মৃত্যু হয় এ অভিনেতার। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, বেশ কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন মুকুল দেব।
ভর্তি ছিলেন আইসিইউতে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর।
জানা যায়, মা-বাবার মৃত্যুর পর থেকেই মনমরা ছিলেন মুকুল দেব। ভুগছিলেন নানা রোগে।
দিল্লির এক হাসপাতালে ছিলেন চিকিৎসাধীন। মারা যান সেখানেই।
ভারতের টেলিভিশন ও চলচ্চিত্রে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন মুকুল। মুকুলের ভাই রাহুল দেবও প্রতিষ্ঠিত অভিনেতা।
ভাইয়ের মৃত্যুতে শোকবার্তা দিয়েছেন তিনি। ইনস্টাগ্রামে দেওয়া সেই লিখিত বার্তায় বলেছেন, ‘আমাদের ভাই মুকুল দেব শান্তিতে চলে গেছে পরপারে। তাঁর উত্তরাধিকার ধরে রাখবে কন্যা সিয়া দেব। আমাদের ভাই-বোনদের হৃদয়ে সব সময় থাকবে সে।’
১৯৯৬ সালে ‘মুমকিন’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন মুকুল দেব।
পরে ভারতের টিভি পর্দার জনপ্রিয় মুখ হয়ে ওঠেন তিনি। সিনেমায়ও অভিনয় করেছেন নিয়মিত। তাঁর অভিনীত উল্লেখযোগ্য কয়েকটি সিনেমা হলো ‘কিলা’, ‘ওয়াজুদ’, ‘কোহরাম’, ‘মুঝে মেরি বিবি সে বাঁচাও’, ‘দে তালি’, ‘ইয়ামলা পাগলা দিওয়ানা’, ‘সান অব সার্দার’ ইত্যাদি। এ ছাড়া কলকাতায় তিনি ‘আওয়ারা’, ‘বচ্চন’, ‘সুলতান’ সিনেমা দিয়ে জনপ্রিয়তা পেয়েছিলেন।