বরাবরের মতোই চলমান ইন্ডিয়ান প্রিমিয়া লিগেও (আইপিএল) বেশ ছন্দে রয়েছেন বিরাট কোহলি। শুক্রবার (২৩ মে) সানরাইজার্স হায়দরাবাদের রানের পাহাড় তাড়ায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ভালো শুরু এনে দেন কোহলি। ২৫ বলে করেন ৪৩ রান।
কোহলির এমন ব্যাটিং দেখে কেবলই আক্ষেপ বেড়েছে ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দ্রর শেবাগের। কেননা সম্প্রতি টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন কোহলি। ফিটনেস ও ফর্মের কারণে কোহলি আরও কমপক্ষে দুই বছর টেস্ট খেলতে পারতেন বলে মনে করেন শেবাগ।
ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দ্রর শেবাগ।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে শেবাগ বলেন, ‘অবশ্যই আমি মনে করি টেস্ট ক্রিকেট থেকে অনেক দ্রুতই বিদায় নিয়েছে সে (কোহলি)। আরও দুই বছর সে অনায়াসেই খেলতে পারতো, যেভাবে সে ফিটনেস ধরে রাখে। তবে কেবল বিরাট কোহলিই বলতে পারবে তার সিদ্ধান্তের পেছনের কারণ। এসব সিদ্ধান্ত একজন ক্রিকেটারই নিয়ে থাকে, তার ইচ্ছার ওপর নির্ভর করে, সে অবসন্ন কি না।’
তিনি আরও বলেন, ‘আমাকে যদি জিজ্ঞেস করেন, আমার মতে, সে যেভাবে খেলছে (আইপিএলে), যেমন প্রাণশক্তি মেলে ধরছে, আবারও বলবো, সে সহজেই আরও বছর দুয়েক খেলতে পারতো।’