মিম যেন সমুদ্রকন্যা


, আপডেট করা হয়েছে : 18-05-2025

মিম যেন সমুদ্রকন্যা

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে অনেক দিন ধরেই বড়পর্দায় দেখা যায়নি। সেই ২০২২ সালে রায়হান রাফীর ‘দামাল’ সিনেমায় সবশেষ দেখা যায় অভিনেত্রীকে। অবশ্য সেই সময় অভিনেত্রী জানিয়েছিলেন— তিনি ‘পরাণ’ সিনেমার সাফল্যের পর অনেক প্রস্তাব পেয়েছেন। কিন্তু মনমতো না হওয়ায় অনেক প্রস্তাবই ফিরিয়ে দিয়েছেন। এর আগে সরকারি অনুদানের সিনেমা ‘দিগন্তে ফুলের আগুন’–এ অভিনয় করেছেন মিম। যদিও সেই সিনেমাটি এখনো মুক্তি পায়নি। 


কিন্তু মিম এ মুহূর্তে সিনেমার পর্দায় না থাকলেও সামাজিক মাধ্যম দিয়ে ভক্ত-অনুরাগীদের মাঝে তিনি সবসময়ই সরব আছেন। মিম ঘুরে বেড়াতে খুব পছন্দ করেন। আর একটু সময় পেলেই বেরিয়ে পড়েন দূরে কোথাও। আর এই ঘুরে বেড়ানো মুহূর্ত জানিয়ে দেন তার ভক্ত-অনুরাগীদের। এবারও দূরে কোথাও বেরিয়েছেন। তার ঘুরে বেড়ানোর সব ছবি তিনি পোস্ট করে সামাজিক মাধ্যমে জানিয়ে দিলেন শুভাকাঙ্ক্ষীদের। গতকাল দুপুরে নিজের ফেসবুক ও ইনস্টাগ্রামে অ্যাকাউন্টেও শেয়ার করেছেন এমন কিছু ছবি। 


সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবিগুলোতে সমুদ্রসৈকতে ঘুরে বেড়াতে দেখা গেছে বিদ্যা সিনহা মিমকে। ছবিতে তার সঙ্গে ছিলেন স্বামী সনি পোদ্দারও। মিমের ছবিগুলো তার ভক্ত–অনুসারীরা বেশ পছন্দ করেছেন। পোস্ট করার আধা ঘণ্টার মধ্যে প্রতিক্রিয়া এসেছে দুই হাজারেরও বেশি। 


এর আগে গত রোজার ঈদের ছুটিতে থাইল্যান্ডে বেড়াতে গিয়েছিলেন অভিনেত্রী। সেখান থেকে ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেছিলেন নিজের দিনযাপনের গল্প। তবে এবারের ছবিগুলো কোথায় তোলা, তা অবশ্য জানাননি বিদ্যা সিনহা মিম।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার