রাজশাহী
মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিয়ার রহমানের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার
(১২ মে) সকালে রাজশাহী জজকোর্টের সামনে আইনজীবীরা এই মানববন্ধন করেন।
এ
সময় অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা চন্দ্রিমা থানার ওসি মতিয়ার রহমানকে বরখাস্ত করাসহ ৩ দফা দাবি
তুলে ধরেন।
তাদের
দাবিসমূহ হলো:
১.
চন্দ্রিমা থানার ওসি মতিয়ার রহমানকে সাময়িক বরখাস্ত।
২.
তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত সাপেক্ষে স্থায়ীভাবে চাকরিচ্যুতিকরণসহ বিভাগীয় ব্যবস্থা গ্রহণ।
৩.
ওসি চন্দ্রিমার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো দ্রুত বিচার করে শাস্তি নিশ্চিতকরণ।
মানববন্ধনে
আইনজীবীরা ওসি মতিয়ারের ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, তার ক্ষমতার উৎস কি? কার ক্ষমতার বলে সে এত অন্যায়
অবিচার করার পরেও এখন পর্যন্ত রাজশাহীর মাটিতে টিকে আছে?
মানববন্ধনে
উপস্থিত ছিলেন অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট আবুল কাশেম। এছাড়াও লিয়াকত আলি, আব্দুর রশিদ বাবু, হযরত আলী, ফিরোজ, সুজন, জাকির হোসেন, রচি খানসহ অন্যান্য আইনজীবীরা এ মানববন্ধনে উপস্থিত
ছিলেন।
এর
আগে ওসি মতিয়ারের বিরুদ্ধে রাজশাহী আদালতের আইনজীবী হযরত আলীর বাড়িতে হামলা ও তার চেম্বার
ভাঙচুর করার অভিযোগ তোলেন আইনজীবী। লিখিত অভিযোগও দেওয়া হয় তার বিরুদ্ধে।