বিপুল সংখ্যক পশ্চিমা অস্ত্রের চালান ধ্বংসের দাবি রাশিয়ার


, আপডেট করা হয়েছে : 21-05-2022

বিপুল সংখ্যক পশ্চিমা অস্ত্রের চালান ধ্বংসের দাবি রাশিয়ার

ইউক্রেনের উত্তরপশ্চিমাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে বিপুল সংখ্যক পশ্চিমা অস্ত্রের চালান ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, জাইটোমির অঞ্চলের মালিন রেলওয়ে স্টেশনের কাছে উচ্চ-নির্ভুল দূরপাল্লার সমুদ্র-ভিত্তিক কালিব্র ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে  যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলো থেকে সরবরাহ করা অস্ত্র ও সামরিক সরঞ্জামের একটি বড় চালান ধ্বংস করা হয়েছে।

ওই অস্ত্রগুলো পূর্ব দোনবাস অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীকে সরবরাহ করার উদ্দেশে পাঠানো হয়েছিল। 

এছাড়া ইউক্রেনীয় বিশেষ অপারেশন বাহিনীর প্রশিক্ষণ ঘাঁটিতে হামলা করেছে বলে দাবি করেছে রাশিয়া। একইসঙ্গে দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর ওডেসার কাছে একটি জ্বালানি ডিপোর কাছে হামলা চালানো হয়েছে বলেও দাবি মস্কোর। 

অবশ্য রাশিয়ার এসব দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বলে  বিবিসি জানিয়েছে। 


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার