ঝড়ে পদ্মায় ট্রলার ডুবে নিখোঁজ ২


, আপডেট করা হয়েছে : 21-05-2022

ঝড়ে পদ্মায় ট্রলার ডুবে নিখোঁজ ২

শনিবার (২১ মে) সকালের দিকে মুন্সীগঞ্জে লৌহজং টার্নিংয়ের কাছে  এই ঘটনা ঘটে।


তারা মুন্সীগঞ্জের আড়িয়াল বিলে ধান কেটে ফিরছিলেন। ট্রলারে কৃষকের ভাগের প্রায় ১৫০ মণ ধান ছিল। শিমুলিয়া থেকে বাংলাবাজার যাওয়ার পথে তাদের ট্রলার মাঝ নদীতে লৌহজং টার্নিংয়ের কাছে ডুবে যায়। এই সময় ভেসে থাকা ১৩ কৃষককে আশেপাশের নৌযান এসে উদ্ধার করে তীরে নিয়ে যায়।


তবে মাদারীপুরের শিবচর উপজেলার রাজারচরের হেলাল ফকির (৫০) ও আলো ফকির (৬০) নামের দুই কৃষকের খোঁজ মিলছে না।


আরও পড়ুন: গাজীপুরে ট্রেনের ধাক্কায় নিহত ৩


খবরটি নিশ্চিত করে দুপুরে লৌহজং উপজেলা নির্বাহী অফিসার আব্দুল আওয়াল বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও ডুবুরি তলব করা হয়েছে। এছাড়াও স্থানীয়ভাবে নিখোঁজদের সন্ধান চলছে। কোস্টগার্ডের টহল টিম পদ্মায় দুর্ঘটনাস্থল চিহ্নিত করার চেষ্টা করছে।


আরও পড়ুন: আসামি ধরে ফেরার পথে এসআই নিহত


তিনি জানান, কৃষকরা ভাড়া ট্রলারে করে পদ্মা পার হচ্ছিল। তবে উত্তাল পদ্মায় ট্রলার চলাচল নিষিদ্ধ থাকলেও কেনো চলাচল করছিল; সে ব্যাপারেও পদক্ষেপ নেওয়ার কথা জানান এই সরকারি কর্মকর্তা।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার