রাণীনগর থানার নবাগত ওসি আবুল কালাম আজাদ


, আপডেট করা হয়েছে : 02-07-2022

রাণীনগর থানার নবাগত ওসি আবুল কালাম আজাদ

নওগাঁর রাণীনগর থানায় ভারপ্রাপ্ত

কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন মো. আবুল কালাম আজাদ। তিনি

গত জুন মাসের ২৯তারিখে রাণীনগর থানায় ওসি হিসেবে যোগদান

করেছেন। বগুড়ার সন্তান আবুল কালাম আজাদ ২০০৭সালে এসআই হিসেবে

পুলিশে যোগাদান করেন। এরপর ২০১৭সালে পুলিশ পরিদর্শক পদে পদোন্নতি

লাভ করেন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশে পবা ও শাহমখদুম থানায় এবং নওগাঁ জেলার

ধামইরহাট থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেন।

পরবর্তিতে ২০২০সালের ২৬ডিসেম্বর হতে ২০২২সালের ২৯জুন পর্যন্ত জেলার

আত্রাই থানায় অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ

তিনি গত মাসের ২৯তারিখে রাণীনগর থানায় অফিসার ইনচার্জ হিসেবে

দায়িত্ব পেয়েছেন।

ওসি আবুল কালাম আজাদ বলেন যে শপথ বাক্য পাঠ করার পর আমার শরীরে

পুলিশের পবিত্র পোষাক সরকার পড়িয়ে দেওয়ার মাধ্যমে যে গুরুদায়িত্ব আমার

কাঁধে অর্পন করেছে তা আমি এখন পর্যন্ত সঠিক ভাবে পালন করার চেস্টা

করে আসছি। দেশ ও বাংলাদেশ পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করার লক্ষ্যে

মাদক, বাল্যবিয়ে, সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত রাণীনগর উপজেলা গড়ার দৃঢ় প্রত্যয়

ব্যক্ত করছি। আমি কখনোই কোন অন্যায় বিশেষ করে মাদককে প্রশ্রয়

দেয়নি। বর্তমানে মাদক আমাদের জাতীয় শত্রুতে পরিণত হয়েছে। উপজেলার

সকল শ্রেণির মানুষদের সার্বিক সহযোগিতা পেলে এই উপজেলাকে

মাদকমুক্ত উপজেলা হিসেবে ঘোষনা করতে সক্ষম হবো বলে আমি শতভাগ

আশাবাদি। কারণ জনগনের সহযোগিতা ছাড়া পুলিশের একার পক্ষে কোন

অঞ্চল থেকে মাদকসহ অন্যান্য অপকর্ম মুক্ত করা সম্ভব নয়। যে কোন ধরনের

পরামর্শ প্রদান এবং সেবা গ্রহণের জন্য আমার দুয়ার এই উপজেলাবাসীদের

জন্য দিন-রাত খোলা আছে। উত্তম সেবার মাধ্যমে উপজেলার প্রতিটি মানুষের

হৃদয়ে একজন ভালো সেবক হিসেবে জায়গা করে নিতে চাই।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার