ইবিতে শিক্ষক সমিতির নির্বাচন বর্জনের ঘোষণা বিএনপিপন্থী শিক্ষকদের


, আপডেট করা হয়েছে : 10-12-2023

ইবিতে শিক্ষক সমিতির নির্বাচন বর্জনের ঘোষণা বিএনপিপন্থী শিক্ষকদের

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আসন্ন শিক্ষক সমিতির নির্বাচনে অংশ নেবে না বিএনপিপন্থী শিক্ষক সংগঠন জিয়া পরিষদ। গতকাল শনিবার রাতে সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ রুহুল আমীন ভূঁইয়া ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আব্দুস সামাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিরাজমান পরিস্থিতির প্রতিবাদে ও কেন্দ্রীয় জিয়া পরিষদের পরামর্শের আলোকে আসন্ন ইবি শিক্ষক সমিতির নির্বাচন-২০২৩-এ অংশগ্রহণ না করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে জিয়া পরিষদ। এ ছাড়া জিয়া পরিষদের সদস্যদেরও নির্বাচন থেকে বিরত থাকতে বলা হয়েছে।


গত ৫ ডিসেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতি নির্বাচন-২০২৩-এর তফসিল ঘোষণা করার বিষয়টি নিশ্চিত করেন নির্বাচনের রিটার্নিং অফিসার অধ্যাপক মো. মিজানুর রহমান। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৯ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে শিক্ষক সমিতির ভোটগ্রহণ চলবে। ভোট গণনা শুরু হবে বেলা ৩টায়।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার