ঘিওরে ‘সম্প্রীতির মেলা’য় মানুষের ঢল


, আপডেট করা হয়েছে : 25-10-2023

ঘিওরে ‘সম্প্রীতির মেলা’য় মানুষের ঢল

মানিকগঞ্জের ঘিওরে হচ্ছে ঐতিহ্যবাহী সম্প্রীতির মেলা। উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের আয়োজনে এ মেলায় বরাবরের মতো এবারও হাজারো মানুষের সমাগম হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে শুরু হয় মেলাটি। শেষ হবে আজ বুধবার বিকেলে।


উপজেলার দূর্গা নারায়ণ (ডি. এন) পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত মেলাটি বিজয়া দশমীর মেলা নামেও পরিচিত এটি।


আয়োজকেরা জানান, উপজেলা সদরের সব পূজা মণ্ডপের প্রতিমা বিসর্জনের আগে পুরোনো ধলেশ্বরী নদীর পাড়ে স্কুলের মাঠে জড়ো করা হয়। পুরো মাঠ ভরে যায় প্রতিমায়। বিসর্জনের আগে হিন্দু নারীদের উলুধ্বনি আর কান্নায় চারপাশের পরিবেশ ভারী হয়ে ওঠে। মেলায় সব ধর্মের মানুষের ঢল নামে। ধর্মীয় সম্প্রীতির এই উজ্জ্বল নজিরের ঐতিহ্য দীর্ঘদিন ধরে চলে আসছে।


গতকাল মঙ্গলবার মেলা ঘুরে দেখা যায়, ঐতিহ্যবাহী মিষ্টির দোকান ছাড়াও তৈজসপত্র, নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন সামগ্রীর শতাধিক দোকান বসেছে। বেচাকেনাও বেশ ভালো বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এ ছাড়া মেলার মাঠে বসানো নাগরদোলায় চড়ে আনন্দ করতে দেখা যায় দর্শনার্থীদের।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার