উন্নয়ন চাইলে নৌকায় ভোট দিন : প্রধানমন্ত্রী


, আপডেট করা হয়েছে : 15-10-2023

উন্নয়ন চাইলে নৌকায় ভোট দিন : প্রধানমন্ত্রী

দেশের উন্নয়ন চাইলে আবারও নৌকায় ভোট দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি বলেছেন, বিএনপি-জামায়াত দেশের উন্নয়ন করে না, ধ্বংস করে।


গতকাল শনিবার বিকেলে রাজধানীর কাওলায় ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন উপলক্ষে এই সমাবেশের আয়োজন করা হয়।


গত ৭ অক্টোবর এই সভা হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে পিছিয়ে গতকাল করা হয়।


 


আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘জানি না বিএনপি নির্বাচনে আসবে কি না। কারণ তাদের নেতা কে? তারা নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করবে। দেশবাসীকে সজাগ থাকতে হবে।


উন্নয়ন করতে চাইলে নৌকায় ভোট দিন। কেউ কি বিএনপির কথায় নাচবে? তাদের কথায় চলবে? তারা তো উন্নয়ন করে না। তারা ধ্বংস করে।’


 


তিনি বলেন, এ দেশে যেকোনো মূল্যে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং জনগণ নির্বিঘ্নে স্বাধীনভাবে ভোট দেবে।


 


বিএনপি-জামায়াতের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, ‘তারা দেশের উন্নতি সহ্য করে না। এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে জিয়া বা খালেদা জিয়ার কোনো অবদান নেই। বরং তারা ভোট চুরি করে ক্ষমতা দখল করেছে। আর আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে যে দেশের উন্নতি হয়, এটা আজ আমরা প্রমাণ করেছি। গত ২৯ বছরে যারা ক্ষমতায় ছিল, তারা দেশের মানুষের জন্য কী করেছে? কিছুই করেনি।


যা করেছে আওয়ামী লীগই করেছে।’


 


প্রধানমন্ত্রী বলেন, ‘আজ দেখি, খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিএনপি নেতারা অনশন করে। আমি জিজ্ঞেস করি, তারা কয়টা থেকে অনশন শুরু করেছিল? বাসায় কী দিয়ে নাশতা করে এসেছে? বাড়িতে কী দিয়ে ভাত খাবে? কয় ঘণ্টার অনশন? নাটক করারও একটা সীমা থাকে। তারা এই নাটকই করে যাচ্ছে।’


বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘তারা নাকি আমাদের উত্খাত করে দেবে। সময় দিয়েছিল ১০ ডিসেম্বর। বিজয়ের মাসে আওয়ামী লীগ সরকারকে উত্খাত করবে? যে সরকার জনগণের রায় নিয়ে বারবার নির্বাচিত হয়েছে। দেশের মানুষ এটা মেনে নিতে পারে না।’



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার