মুক্তির ষষ্ঠ দিনেই ৬০০ কোটি রুপির ঘরে শাহরুখের ‘জওয়ান’


, আপডেট করা হয়েছে : 13-09-2023

মুক্তির ষষ্ঠ দিনেই ৬০০ কোটি রুপির ঘরে শাহরুখের ‘জওয়ান’

শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমার দৌড় যেন অপ্রতিরোধ্য। যেমনটা ধারণা করা হয়েছিল, তার চেয়েও দ্রুতগতিতে বাড়ছে সিনেমাটির আয়। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আজ বুধবার প্রথম প্রহরেই ৬০০ কোটি রুপির ঘরে প্রবেশ করবে সিনেমাটি। গতকাল মঙ্গলবার পর্যন্ত বিশ্বব্যাপী সিনেমাটির আয় ছিল ৫৭৪ কোটি রুপি।

মুক্তির প্রথম দিন থেকেই সিনেমাটি রেকর্ড ভেঙে চলেছে। মুক্তির মাত্র ষষ্ঠ দিনে সিনেমাটির হিন্দি ভার্সনের আয় দ্রুততম সময়ে ৩০০ কোটি রুপি পেরিয়েছে, যা নতুন রেকর্ড। এর আগে রেকর্ডটি ছিল শাহরুখের ‘পাঠান’-এর দখলে, মুক্তির সপ্তম দিনে ৩০০ কোটি রুপির ঘর ছুঁয়েছিল সিনেমাটির হিন্দি ভার্সন।

এদিকে বলিউড বক্স অফিসের তথ্যদাতা সাকনিল্ক জানিয়েছে, গতকাল মঙ্গলবার ভারতে সব ভাষায় ‘জওয়ান’ আয় করেছে প্রায় ২৯ কোটি রুপি। সব মিলিয়ে গতকাল মঙ্গলবার পর্যন্ত শুধু ভারতে সিনেমাটির আয় ৩৫০ কোটি রুপি পেরিয়েছে।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার